আগস্ট ১৩, ২০২৫
WhatsApp Image 2025-08-06 at 13.06.32_74b1acdc

Loading

বগুড়া প্রতিনিধি: মতিন সাগর

বগুড়া জেলার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছেন। বর্তমানে হাসপাতালটি ৫০ শয্যার হলেও রোগীর সংখ্যা সেই ধারণক্ষমতাকে বহু আগেই ছাড়িয়ে গেছে। ৬ আগস্ট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায ৭২ জন, যার মধ্যে অনেককে শয্যা না পেয়ে বারান্দা বা মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে যেমন রোগীদের চরম ভোগান্তি বাড়ছে, তেমনি স্বাস্থ্যসেবাও বিঘ্নিত হচ্ছে। হাসপাতালের জনবল ও অবকাঠামোও অতিরিক্ত চাপের মুখে পড়ছে।


হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের পক্ষ থেকে বারবার দাবি উঠছে-হাসপাতলটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার।এতে করে রোগীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
জনস্বাস্থ্য ও মানবিক বিবেচনায় এ দাবি এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং দ্রুত প্রস্তাব প্রেরণের অনুরোধ জানানো হচ্ছে সাধারণ নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »