
মতিন সাগর, ঢাকা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা-র ওপর নিউইয়র্কে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও শোভাযাত্রা করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শাহবাগ অতিক্রম করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে তারা আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দেন। স্লোগানে বারবার ধ্বনিত হয় “সন্ত্রাসী রাজনীতি আর নয়, প্রবাসে সহিংসতা বন্ধ করো।
মিছিলে বক্তারা বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক নেতাদের ওপর হামলা সভ্য সমাজে কল্পনাতীত। আওয়ামী লীগ গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার বুলি আওড়ালেও বাস্তবে তারা ভিন্নমত দমনে সহিংসতার পথ বেছে নিয়েছে।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক রাশেদুল ইসলাম বলেন, “নিউইয়র্কের ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। তারা জনগণের সমর্থন হারিয়ে প্রবাসীদের ভয় দেখাতে চাইছে।”
এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ আর ভয় পায় না। দমন-পীড়ন বা হামলা দিয়ে জনগণের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এনসিপি দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় টিকে থাকতে সন্ত্রাসকে হাতিয়ার বানিয়েছে। কিন্তু জনগণ আজ জেগে উঠেছে। আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়বিচার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এনসিপি নেতাকর্মীরা সরকারের পদত্যাগ দাবি করেন এবং প্রবাসে রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান।