সেপ্টেম্বর ১৮, ২০২৫
WhatsApp Image 2025-08-02 at 21.39.05_6939d3c0

Loading

সবুজ অরণ্য।
চট্টগ্রাম প্রতিনিধি-ঃ

প্রকৃতির কোল জুড়ে মধ্য শ্রাবণের রোদবৃষ্টির লুকোচুরি খেলা, নীল আকাশের বুকে বিজয়ীর বেশে মেঘেদের উড়ে চলা। আর মেঠোপথের ধূলিরাশিকে ভিজিয়ে দিয়ে যাওয়া বৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সময়কে স্বাক্ষী রেখে প্রাপ্তির উঠোনে জড়ো হয় একঝাঁক স্বপ্নবাজ যুবার দল। যাদের কলতানে মুখর হয়ে উঠে চারপাশ।

যাপিত সময়ে সমাজবদ্ধ থেকে অর্থনৈতিক মুক্তির বার্তা দিতেই আজ থেকে মাত্র ক’টাদিন আগে যেন যাত্রা শুরু হয় প্রাপ্তির; অথচ দিনপঞ্জি আর ক্যালেন্ডারের পাতা জানান দেয় একটি বর্ষ বিদায়ের।

শুক্রবার (১ আগষ্ট) সকাল ১০টায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে শুরু হয় “প্রাপ্তি পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড’র”  প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাপ্তির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক
নিউটন কুমার মজুমদার। এতে সভাপতিত্ব করেন সভাপতি টিটন চৌধুরী।

ফিতা কেটে অফিস উদ্বোধন ও লোগো উন্মোচনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাপ্তির জ্যেষ্ঠ সদস্য অঞ্জন চৌধুরী ও দীপক কান্তি চৌধুরী।

সাধারণ সম্পাদক প্রতিষ্ঠানের বিগত বছরের অর্জন, ভবিষ্যৎ অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল প্রাপ্তির সদস্যদের উৎপাদিত নতুন পণ্যের মোড়ক উন্মোচন।মোড়ক উন্মোচনকৃত পণ্যের মধ্যে ছিল প্রাকৃতিক উপায়ে উৎপাদিত সয়াবিন তেল, কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল, হোম মেইড মাংসের মসলা, গুড়ো হলুদ-মরিচ ও মিক্সচার মসল্লাসহ বেশ কিছু গৃহস্থালি পণ্য।

প্রাপ্তি পরিবার এসব পণ্য সরাসরি সদস্য- উৎপাদকদের নিকট থেকে সংগ্রহ ও সুলভ মূল্যে বাজারজাত করবে। এছাড়া সদস্যদের আর্থিক সহায়তার জন্য চালু করা হয় বিভিন্ন ঋণ প্রকল্প।

ঋণ প্রকল্পের মধ্যে আছে পণ্য ঋণ, ছোট ব্যবসা ঋণ, ব্যবসা সম্প্রসারণ ঋণ, জরুরি ঋণ এবং নারীদের জন্য রয়েছে উদ্যোক্তা ঋণ। আর এই ঋণ প্রকল্প চালু করা হয়েছে প্রাপ্তি সদস্যরা প্রয়োজনে যেন এই ঋণ সহায়তার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলতে পারে।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেন,প্রাপ্তীর সহ-সভাপতি মিঠু চৌধুরী, কোষাধ্যক্ষ নিউটন চৌধুরী ও ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রবাল চৌধুরী।

কোষাধ্যক্ষ প্রতিষ্ঠানের প্রাথমিক হিসাব উপস্থাপনের পাশাপাশি তাঁর বক্তব্যে বলেন,প্রাপ্তির মূল লক্ষ্য হলো সদস্যদের উৎপাদিত পণ্যকে সংগঠনের সদস্যদের মাধ্যমে বাজারজাত করে তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা।

এছাড়া উদ্যোক্তা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিপ্রা চৌধুরী, অসিত চৌধুরী, কান্তা দাস গুপ্ত, মিলটন মজুমদার, সৈকত কুমার দে, প্রশান্ত বিশ্বাস, রুম্পা দে, মঞ্জু সেন, নিতাই আচার্য, বিধু সিংহ, পলাশ চৌধুরী, সঞ্জয় ভট্টাচার্য ও রূপন চৌধুরী।

উদ্যোক্তারা বলেন, প্রাপ্তি আগামীতে খাঁটি পণ্য উৎপাদনের মাধ্যমে সদস্যদের চাহিদা পূরণের পাশাপাশি দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা ব্যক্ত করেন।

সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, প্রাপ্তি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আর এই পরিবার’র সকল সদস্য এক সুতোয় গাঁথা। তাই পরিবারের সদস্যদের সুখ দুঃখ ভাগ করে নেয়ার মতো তাদের আর্থিকভাবে স্বনির্ভর করাও প্রাপ্তির গুরু দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »