
মতিন সাগর, ঢাকা:
রাজধানীর বিমানবন্দর রেলগেট থেকে হাজী ক্যাম্প পর্যন্ত সংযোগ সড়কটি প্রতিদিন হাজার হাজার যাত্রীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেট্রোরেল ও আন্ডারপাস নির্মাণকাজ, রাস্তায় খোঁড়াখুঁড়ি, ফুটপাত দখল এবং রেলক্রসিংয়ের দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে এই এলাকায় যানজট ও পথচারীদের চলাচলে চরম অসুবিধা দেখা দিয়েছে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা হকারদের দখলে চলে গেছে, যারা ফুটপাত ও রেললাইনের উপর দোকান বসিয়ে রেখেছেন। ফুটওভার ব্রিজের লিফট নষ্ট থাকায় পথচারীদের মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
আশকোনা হজ ক্যাম্প রেলক্রসিংয়ে প্রতিদিন শতাধিক ট্রেন চলাচলের কারণে গেট দিনে প্রায় ১০২ বার বন্ধ থাকে, যার ফলে যান চলাচল প্রতিদিন গড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে।
বিমানবন্দর সড়কের হাজী ক্যাম্প ও কাওলা পয়েন্টে মেট্রোরেল প্রকল্পের কাজ চলায় এ এলাকা থেকে বাড্ডা-রামপুরা বা মহাখালীমুখী সড়কে তীব্র যানজটের শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তায় চলমান উন্নয়নকাজের কারণে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হজযাত্রীসহ অন্যান্য যাত্রীরা এই এলাকায় আসতে অনীহা প্রকাশ করছেন, ফলে হোটেল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বর্ডার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।