
মতিন সাগর, ঢাকা:
রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা পানি পাম্প এলাকায় পানি বন্দি হয়ে পড়েছেন প্রায় ২০ লক্ষ মানুষ। সামান্য বৃষ্টি হলেই এলাকাটি পরিণত হয় জলমগ্ন দুর্ভোগের নগরীতে। কোমর সমান পানির মধ্যেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
স্কুলগামী শিশুরা বাড়িতেই আটকে থাকে, কারণ এমন পরিবেশে বের হওয়া সম্ভব নয়। অন্যদিকে কর্মজীবীরা নিরুপায় হয়ে তিনগুণ রিকশা ভাড়া দিয়ে অফিসে পৌঁছান। সল্প আয়ের মানুষদের অবস্থা আরও করুণ, তাদের অনেককে কোমর পানি ভিজে প্রতিদিন পার হতে হয় দুর্বিষহ পথ।
এলাকার বাসিন্দা আসাদ আলী বলেন, আমাদের এলাকার যেন কোনও অভিভাবকই নেই। রাস্তাঘাটের এমন অবস্থা যে জীবন যাপনই অসম্ভব হয়ে পড়েছে।
তাঁর মতো আরও অনেক ভুক্তভোগী জানান, আশকোনা পানির পাম্প এলাকার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত মেইন রাস্তার উন্নয়ন এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার ব্যবস্থা না নিলে বর্তমানে এই বর্ষা মৌসুমে আমাদের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, আমরা ভিক্ষা চাই না, চাই চলাচলের ন্যূনতম অধিকার ও জীবনের নিরাপত্তা।