জুলাই ৩১, ২০২৫
WhatsApp Image 2025-07-25 at 16.37.01_ebf6a9eb

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ

শিক্ষা সংস্কৃতির আতুর ঘর কানুনগোপাড়ার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন নবারুণ সাহিত্য পরিষদ’র সার্বিক সহযোগিতায় পরিচালিত সনাতন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান “নবারুণ গীতা শিক্ষালয়’র” পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টায় ত্রি-বার্ষিক এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন নবারুণ সাহিত্য পরিষদ’র উপদেষ্টা পরিষদ।

ত্রি-বার্ষিক পরিচালনা পর্ষদে সভাপতি-
ধনঞ্জয় সিংহ, সহ- সভাপতি-লিপটন সিংহ,
সাধারণ সম্পাদক- সৈকত দে (বাবু), সহ-সাধারণ সম্পাদক
জুয়েল সিংহ, অর্থ- সম্পাদক-
তন্ময় চক্রবর্তী,
সহ-অর্থ সম্পাদক
পার্থিব নন্দী,
সাংগঠনিক সম্পাদক- সবুজ ভদ্র (অরণ্য),
প্রচার ও প্রকাশনা সম্পাদক-দ্বীপ দেব,
সাংস্কৃতিক সম্পাদক-
বাসু সিংহ, সহ- সাংস্কৃতিক সম্পাদক-

ঋতু দে, নির্বাহী সদস্য- নিউটন দেব কে মনোনীত করে কমিটির অনুমোদন প্রদান করা হয়। অদ্য তারিখ থেকে আগামী ৩ (তিন) বছর এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে।

ত্রি-বার্ষিক এই কমিটির নব নির্বাচিত সদস্যরা বিগত সময়ের মতো নবারুণ গীতা শিক্ষালয়’র প্রচার ও প্রসারে যুগোপযোগী সিদ্ধান্তে উপনীত হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। পাশাপাশি শারদীয় বিজয়ার দিন শতকণ্ঠে গীতা আলোখ্য, গীতায় তুলশী অর্পন ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নব নির্বাচিত সদস্যদের অভিষিক্ত করার ঘোষণা করেন নবারুণ সাহিত্য পরিষদ’র উপদেষ্টা মন্ডলী ও নীতিনির্ধারকরা।

উল্লেখ্য, ইতিপূর্বে গত ৮ জুন ধনঞ্জয় সিংহ কে সভাপতি, সৈকত দে (বাবু) কে সাধারণ সম্পাদক ও তন্ময় চক্রবর্তীকে অর্থ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ষাট কর্ম দিবস সময় বেঁধে দিয়ে কমিটির রূপরেখার নির্দেশনা প্রদান করেন নবারুণ সাহিত্য পরিষদ’র কার্য নির্বাহী ও উপদেষ্টা পর্ষদ। তারই ধারাবাহিকতায় সমস্ত যাচাই বাছাই এবং সদস্যদের মতামত, পরামর্শ আর সার্বিক সহযোগিতায় আজ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »