আগস্ট ১৩, ২০২৫
WhatsApp Image 2025-08-12 at 19.25.26_c885c159

Loading

মেশকাত সাকিব :

থাইল্যান্ডে হিরোস কাপ আন্তর্জাতিক তায়কোয়ান্দোতে বাংলাদেশের ৩ পদক অর্জন করে চমক সৃষ্টি করে।

থাইল্যান্ডে অষ্টম হিরোস কাপ আন্তর্জাতিক তায়কোয়ান্দোতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ তিনটি পদকই অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।

গত ৯-১০ আগস্ট থাইল্যান্ডের পাতায়া শহরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ তায়কোয়ান্দো ট্রেনিং একাডেমি, উত্তরার তিন প্রতিযোগী এতে অংশ নেন। তাদের তত্ত্বাবধানে ছিলেন একাডেমির কোচ আমেনা বেগম প্রিয়া।

প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ পুমসে ক্যাটাগরিতে স্বর্ণ পদক অর্জন করেছেন ঢাকার উত্তরার শুভ্রনীলা ঘোষ। অনূধ্ব-৩০ পুমসে ক্যাটাগরিতে রৌপ্য জিতেছেন নুহরাতুন নাঈমা ইসলাম। আর অনূর্ধ্ব-১৭ পুমসে ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন রাজদীপা ঘোষ।

এক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ তিনটি পদক অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। বিজয়ী রা বলেন বিজয় শুধু আমাদের নয় পুরো দেশের। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আগামীতে ও যেনো দেশের বাইরে থেকে এমন অর্জন তুলে আনতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »