অক্টোবর ৬, ২০২৫
PC

Loading

রায়হান মোস্তফা :

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫: ডক্টরস টিভির নিজ কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য যোগাযোগ মাধ্যম ডক্টরস টিভি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান জেনোফ্যাক্স লাইফ সাইন্সেস এর মধ্যে একটি কৌশলগত স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জেনোফ্যাক্স লাইফ সাইন্সেস যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিবন্ধিত ও পরিচালিত একটি FDA এবং TGA-সার্টিফাইড প্রতিষ্ঠান। উন্নতমানের মানব DNA Sequencing তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি ব্যক্তিগতকৃত স্বাস্থ্য সমাধান প্রদান করে। এর মাধ্যমে গ্রাহকরা পান Predictive & Preventive Healthcare Solutions, যা ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকির পূর্বাভাস ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস টিভির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম মিলন এবং জেনোফ্যাক্স লাইফ সাইন্সেসের বাংলাদেশ ও ভারতের হেড অফ অপারেশন অলোক কুমার বিশ্বাস সহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসকরা তাদের নিজস্ব নামে বিনামূল্যে একটি AI-সুবিধাযুক্ত মোবাইল অ্যাপ পাবেন। পাশাপাশি, বছরব্যাপী জেনোফ্যাক্সের অর্থায়নে ডিজিটাল মার্কেটিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

ডক্টরস টিভি এবং জেনোফ্যাক্সের এই অংশীদারিত্ব স্বাস্থ্যসেবা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। AI প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার সমন্বয় এই অঞ্চলে স্বাস্থ্য ও সুস্থতা ব্যবস্থাপনায় অভিনব পরিবর্তনের দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »