অক্টোবর ১৫, ২০২৫
WhatsApp Image 2025-10-14 at 18.16.40_9cf344f8

Loading

জহিরুল হক :

ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগরে) আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শিশির।

একজন সালাউদ্দিন ভূঁইয়া শিশির,স্বীয় রাজনীতিতে যেমনই সক্রিয় তেমন নন্দিতও বটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় জাসাস এর সাবেক সভাপতি। এছাড়াও ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব ছিলেন তিনি । ৯০
এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্মুখে থেকে রেখেছেন অগ্রণী
ভূমিকা। নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ধনাসী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠা শিশির।

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনে ধানের শীষের প্রতীকের অন্যতম একজন দাবীদার । নেতৃত্বগুণে কেন্দ্রে ও নিজ এলাকায় নন্দিত যিনি । তিনি সু-দীর্ঘসময় ধরে দলের কান্ডারী হয়ে কাজ করে চলেছেন। এবার দলের হাইকমান্ডেও তার নাম আলোচনায় রয়েছে ।  এলাকায় দেয়ালে দেয়ালে পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে, তৃণমূল পর্যায়েও রয়েছে তার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নানা গণসংযোগ চালিয়ে আসছেন, নবীনগরকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখছেন এবং স্বপ্নকে কিভাবে বাস্তবিক অর্থে রূপদান করবেন সেই কথাই বলছিলেন নবীগরের এই কৃতি সন্তান। শহীদ জিয়ার আদর্শের দেশপ্রেমে ব্রত করে উপজেলা ও পৌর এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান এই নেতা।

সেজন্য একটি অনুকূল পরিবেশ এবং নবীনগরের জনগণের সার্বিক সহযোগিতা অনেক বেশি প্রয়োজন এমনটাই মনে করেন সালাউদ্দিন ভূঁইয়া শিশির । তিনি বলেন, আমি বিশ্বাস করি দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ আমার বিগত সকল কার্যক্রম নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই আমাকে যোগ্য মনে করে মূল্যায়ন করবে। তিনি আরো বলেন, নবীনগরবাসী দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার জ্বালানি গ্যাস থেকে বঞ্চিত, আশেপাশের উপজেলাগুলোতে যেখানে গ্যাস সরবরাহ রয়েছে, নবীনগর এখনও সেই অধিকার থেকে বঞ্চিত, অথচ গ্যাস আমাদের হাতের নাগালে। আল্লাহর অশেষ রহমতে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, তাহলে জ্বালানি গ্যাস নবীনগরে সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ । পর্যায়ক্রমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা, মানসম্মত শিক্ষা আধুনিক স্বাস্থ্যসেবা এসব জনগুরুত্বপূর্ণ খাতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব ।

একটি উন্নত বসবাসযোগ্য স্বপ্নের নবীনগর গড়ার লক্ষ্যে আমার এই পথ চলা । ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আমাদের প্রিয় বৃহত্তর নবীনগর উপজেলার প্রতিটি সমস্যা চিহ্নিত করে তার যথাযথ সমাধানের লক্ষ্যে আমি সর্বশক্তি নিয়োগ করব। নবীনগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে। শিক্ষার মান উন্নয়নে কাজ করবো। এছাড়াও এ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই । প্রতিনিয়ত এলাকায় ও কেন্দ্রে নানাবিধ জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিশির। এলাকায় ঘুরে এসে জানা গেলো তার রয়েছে বিশাল একটি ভোট ব্যাংক তাকে নমিনেশন দিলে জয়ের ব্যাপারে শতভাগ সুনিশ্চিত। তার কর্মী সমর্থকরা এমনটাই বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »