জুলাই ৯, ২০২৫
ইসরাইল-যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়ারী

আন্তর্জাতিক মঞ্চ থেকে এবার কড়া বার্তা জানিয়ে দিলো ইরান। ব্রাজিলের ব্রিকস সম্মেলনে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি  স্পষ্ট জানিয়ে দিলেন ইরানে কেন  হামলা করা হলো  সেটার জবাবদিহিতা ইসরাইলকে  করতে হবে। যদি জবাবদিহিতা না করে তাহলে সেটার পরিণতি হবে ভয়াবহ।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র মিলে যে আগ্রসন শুরু করেছে তা শুধু যুদ্ধ নয় বরং  আন্তর্জাতিক চুক্তি ও আইনের সরাসরি লঙ্ঘন।  সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিকসের বার্ষিক শীর্ষ  সম্মেলনে বক্তব্য দিয়েছেন তিনি।  আব্বাস আরাগাছি মন্তব্য করেন ইরানের শান্তিপূর্ণ  পারমাণবিক স্থাপনায় ইসরাইল আমেরিকার ইচ্ছাকৃত হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন  ও এন পি টি চুক্তির সরাসরি লঙ্ঘন। ২০১৫ সালে এই রেজুলেশন এর মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মহল। সেই আইনের প্রতি চরম অবজ্ঞা দেখিয়ে এমন অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরাইল। এমতবস্থায়  ইরানের সামরিক কর্মকর্তা হত্যা ও পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে ফুসে ওঠা আগুনের উত্তাপ শেষ পর্যন্ত কতদূর গড়াবে  তা অনিশ্চিত।

সম্মেলনে দেওয়া যৌথ বিবৃতিতে গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য  অংশ হিসেবে ঘোষণা করেছে ব্রিকস। একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ভাবে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে ইরান। সম্মেলনের যৌথ বিবৃতিতে ইরানের উপর হামলার কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া, ব্রাজিলসহ ১১ টি দেশ। প্রায় ২০বছর আগে রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যাত্রা শুরু করা ব্রিকসকে এখন পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার বিকল্প হিসেবে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »