আগস্ট ১৩, ২০২৫
WhatsApp Image 2025-08-10 at 12.18.06_2ec5749e

Loading

নিজস্ব প্রতিবেদক:

গত শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে বাংলাদেশ বুথান (মার্শাল আর্ট গেম) অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ল্ড গ্র্যান্ডমাস্টার সুপারহিউম্যান ম্যাক ইউরি (প্রাক্তন জেসিসি) এবং বরিশাল ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি কাজী শফিকুল আলম, মেজর জেনারেল কামরুজ্জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করা হয়।

ছবি: জ ই বুলবুল।

তারিখ :১০ আগস্ট ২৫
০১৮১৯০১৭৪২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »