অক্টোবর ৫, ২০২৫
WhatsApp Image 2025-09-20 at 18.37.22_669ea115

Loading

মতিন সাগর, উত্তরা :

রাজধানীর উত্তরা ও গাজীপুরের প্রায় ৫০ জন সাংবাদিক ও তরুণ-তরুণীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা “ডিজিটাল সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। আয়োজক ছিল দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (MTI)।

দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), ভুয়া তথ্য মোকাবিলা এবং AI-এর বাস্তব প্রয়োগ বিষয়ে দিকনির্দেশনা দেন সময়ের আলোচিত ডিজিটাল সাংবাদিক ও গবেষক জনাব অমৃত মালঙ্গি। তিনি বলেন, “AI কখনো সাংবাদিকের বিকল্প নয়। এটি কেবল সহায়ক হাতিয়ার। সাংবাদিকতার সততা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা কোনো প্রযুক্তিই প্রতিস্থাপন করতে পারবে না।

উত্তরার নূর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিআই চেয়ারম্যান জনাব ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য দেশের সাংবাদিকদের আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় দক্ষ করে গড়ে তোলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে সাংবাদিকরা পিছিয়ে পড়বেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুল হক। তিনি বলেন, “জনগণের রায়ে নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করব। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই আমি সাংবাদিকদের সহযোগিতা ও দোয়া কামনা করি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে AI টুল ব্যবহারের কৌশল শিখে সন্তোষ প্রকাশ করেন। এক তরুণ অংশগ্রহণকারী বলেন, “শুধু বই পড়ে নয়, সরাসরি অনুশীলনের মাধ্যমে কিভাবে AI সাংবাদিকতায় ব্যবহার করা যায়, তা শেখা সত্যিই ভিন্ন অভিজ্ঞতা।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ভবিষ্যতে বিভাগীয় ও জেলা পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন এমটিআই চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »